" সাধারণ বিজ্ঞান" এই বিষয়টি যেকোনো চাকরির পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখেই আজকের আমাদের এই পোস্ট
আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্তপূর্ণ কিছু সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তর এই পর্বে আলোচনা করা হলো।
1। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে?
উঃ ল্যাকটোব্যাসিলাস
2। গ্লবার লবণ কাকে বলে?
উঃ সোডিয়াম সালফেট
3। দুটি জ্বালানি ফসিল এর নাম বলো।
উঃ পেট্রোলিয়াম ও কয়লা
4। ক্ষার ধাতুর প্রকৃতি কি ধরনের?
উঃ জারক দ্রব্য
5। মাইক্রো চিপ তৈরিতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
উঃ সিলিকন
6। ইলেকট্রিক সুইচ কম্পিউটার ডিস্ক প্রকৃতির জন্য কোন পলিমার ব্যবহার করা হয়?
উঃ ব্যাকেলাইট
7। কোন ধরনের প্লাস্টিক পুনঃ ব্যবহৃত হতে পারে ?
উঃ থার্মপ্লাস্টিক
8। সাইক্লোট্রন কে আবিষ্কার করেন?
উঃ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স
9। শব্দ তরঙ্গ বহন করা কানের কোন অংশের কাজ? উঃ মধ্য কর্ণ
10। টেকনোমিটার যন্ত্র কি পরিমাপ করে ?
উঃ ঘূর্ণনের গতিবেগ
Download this PDF: Click Here to Download
Size : 303 kb
Join Our Telegram : Click Here
Our Facebook Page: Click Here
